অপরাধ ও আদালত
দেশে এখন
0

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত।

আজ (সোমবার, ৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হলে মামলার অন্যতম সাক্ষী ম্যাজিস্ট্রেট ওয়ালিউল ইসলামের কাছ থেকে অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান খালেদা জিয়ার আইনজীবীরা।

এছাড়া অন্যান্য সাক্ষীরা জানান, তৎকালীন সময়ে নাইকোর প্রস্তাব তারা প্রত্যাখ্যান করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইকোকে গ্যাস উত্তোলনে অনুমতি দেয়।

যদিও চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি বাতিল করা হয়। বেগম জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেওয়া হয়নি বলে জানান তার আইনজীবীরা।

ইএ