এই দাবিসহ আরও দুটি ইস্যু নিয়ে আজ (সোমবার, ৪ নভেম্বর) সকালে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে পুরান ঢাকার তাঁতীবাজারে পৌঁছে সেখানে সড়ক অবরোধ করেন।
২০১৬ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার কেরানীগঞ্জে ২০০ একর জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের ঘোষণা দেয় সরকার।
এরপর সাত বছর পার হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ জন্য দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।