দেশে এখন
0

সারাদেশে খাল পরিষ্কার কার্যক্রম শুরু

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। ১৫ দিন এই কার্যক্রম চলবে। আজ (শুক্রবার, ১ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে দূষণকারীদের ধরতে কমিটি করে তদারকির ঘোষণার দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, খাল দূষণ করার অধিকার নেই, এটি জাতীয় সম্পত্তি।

যুবকদের কণ্ঠে দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় নদী-খাল পরিষ্কার করার দৃঢ় অঙ্গীকার।

বিভিন্ন সংগঠনের কয়েকশ' স্বেচ্ছাসেবী কর্মী পরিচ্ছন্ন দেশ গড়তে শপথ নেন খিলগাঁও এলাকার ত্রিমোহনী ঈদগাঁ মাঠে। পরে দেশের ৬৪ জেলায় একটি করে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে খাল উদ্ধার করে দুই পাশে গাছ লাগানোর জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, 'পরিচ্ছন্নতা কার্যক্রমের পরও যেন এগুলো নিয়মিত পরিষ্কার রাখা যায় সেদিকে নজর রাখতে হবে। সৌন্দর্যবর্ধনের জন্য খালের পাশে বৃক্ষরোপণসহ আরও কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য বাংলাদেশের জলাশয়গুলোকে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই।'

পরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, খাল দূষিত করার অধিকার কারও নেই। উদ্বার হওয়া খাল যাতে ফের অপরিষ্কার না হয় সেই বিষয়ে কমিটি করে তদারকি করারও ঘোষণা দেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'এই খালটার আশেপাশে যারা বাসা করে আছেন, যারা দোকানপাটের মালিক তারা যদি মনে করেন যে খালটা হচ্ছে আপনাদের সম্পত্তি এবং এটা নোংড়া করার অধিকার আপনাদের আছে। আজতে যুব সম্প্রদায় আপনাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে এটা জাতীয় সম্পত্তি এবং এটা নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই।'

দেশের নদী খাল বাঁচাতে এই উদ্যোগে সামিল হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। তারা বলছেন, এই কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে দেশের সব নদী-খালই পরিচ্ছন্ন করে পুনরুদ্ধার করা সম্ভব হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে অভিযানের পর যেনো নদী-খাল আবার ভরাট নয় হয় সেই বিষয়টি নিয়মিত তদারকি করার দাবি তাদের।

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এই অভিযান চলবে ১৫ দিন পর্যন্ত।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর