আট লেনের এই সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র যাচাইবাছাই করা হয়। অভিযানে জরিমানা করাদের মধ্যে হেলমেটবিহীন মোটরবাইক চালক ও যাত্রীর সংখ্যাই বেশি। সেই সাথে ফিটনেসবিহীন, ভুয়া স্টিকার লাগানো এবং লাইসেন্সবিহীন চালকদের জরিমানা করে ট্রাফিক বিভাগ।
যৌথ অভিযানে নিয়ম না মানায় ১১৯টি ও মাদকদ্রব্য বহনের অভিযোগে একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।
এদিকে অভিযানে স্বস্তি প্রকাশ করেন সড়ক ব্যবহারকারীরা।
উত্তরা সেনা ক্যাম্পের সেকেন্ড-ইন-কমান্ড জানান, উত্তরা ও পূর্বাচল এলাকায় ৬১টি চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের কাছ থেকে ১৯ লাখেরও বেশি টাকা জরিমানা করা হয়েছে।