দেশে এখন
0

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি: আইন উপদেষ্টা

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ছাড়া প্রতিটি রাজনৈতিক দল বঙ্গভবনে বসে একমত হয়ে সাংবিধানিক পথে এগিয়েছে। তখন কেউ বিপ্লবী সরকার গঠনের বিষয়ে বলেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) বাংলা একাডেমিতে আয়োজিত গণতন্ত্র অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, 'রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকলে নতুন বাংলাদেশের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে।’ ছাত্র জনতার ঐক্য থাকলে সংবিধান কোনো ইস্যু নয় বলেও মনে করেন তিনি।'

তিনি বলেন, ‘শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। উৎকৃষ্ট গণতন্ত্রের জন্যই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছে।’

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘শুধু নিষিদ্ধ নয়, ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিটি অপরাধের বিচার করতে হবে। কোনো দল আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ করলে জনগণ মেনে নেবে না।’

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর