টানা বৃষ্টিতে চট্টগ্রামের কয়েক এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি

চট্টগ্রামের জলাবদ্ধতার পরিস্থিতি
চট্টগ্রামের জলাবদ্ধতার পরিস্থিতি | ছবি: সংগৃহীত
0

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকুলিয়াসহ বেশ কিছু এলাকা। আজ (রোববার, ১ জুন) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ।

সকালে দোকান খুলতেই দেখেন হাঁটু সমান পানি। বৃষ্টির তোড়ের সঙ্গে বাড়তে থাকে পানির পরিমাণ। ডুবে যায় আসবাব, রান্নাঘর। বন্ধ হয়ে যায় বেচাবিক্রি। বৃষ্টি নামলেই আতঙ্ক ভর করে নগরীর নিচু এলাকার বাসিন্দাদের মনে। ডুবে যায় বাসস্থান, সড়ক, দোকানপাট সবই। হাজারো মানুষ শুরু করেন পানির সঙ্গে ভিন্ন রকম এক ‘যুদ্ধ’। তবে গেলো বছর যেখানে টানা বৃষ্টিতে নগরীর অর্ধশতাধিক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল; সে জায়গায় এবছর নগরীতে জলাবদ্ধতা অনেকটাই কমে গেছে।

জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ ৮৪ শতাংশ শেষ হয়েছে । প্রকল্পের অধীনে ৩৬টি খালের মধ্যে ২৫টির খনন ও পরিষ্কার কাজও শেষ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সব সংস্থার সমন্বিত উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলো খাল ও নালা পরিষ্কারে এগিয়ে আসায় এবছর বর্ষায় জলাবদ্ধতা কম হয়েছে। বর্ষায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৫০ শতাংশ সুফল মিলবে। সবগুলো খাল খননের কাজ শেষ হলে আগামী বছর জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নগরবাসী।’


এসএইচ