বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা (ফাইল ছবি)
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা (ফাইল ছবি) | ছবি: সংগৃহীত
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (সোমবার, ২ জুন) ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় ১৯ মে। 

সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়। 

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হচ্ছে আজ।

সেজু