দেশে এখন
0

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আজ (বুধবার, ২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত আমরা বলতে পারি, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগ বা অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি অপসারণে বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের আমরা গতকাল থেকে সরে যেতে বলেছি। সেখানে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।’

এদিকে সকালে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার যে মিটিং ছিল তা চলমান সংলাপের একটা পার্ট বলে জানিয়েছেন প্রেস সচিব।

এর আগে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন বিএনপি নেতারা। পরে যমুনার সামনে এক বিফ্রিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘পতিত স্বৈরশাসকের দোসররা যাতে কোনো রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’

দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে বলেও জানান নজরুল ইসলাম।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কি না, সে প্রশ্নে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া এক বক্তব্য ঘিরে সম্প্রতি ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে (মঙ্গলবার, ২২ অক্টোবর) বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থান নেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ হয় এদিন। আজও বঙ্গভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

ইএ