গতকাল (শুক্রবার)) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও রাতে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। সাকিল খুলনা সদর উপজেলার পাইকগাছা গ্রামের শায়েক তফিল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সেনাবাহিনীর একটি দল সাকিলকে আটক করে থানায় হস্তান্তর করে। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গতকাল মামলা দায়ের হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের করা ওই মামলাটিতে সাকিলকে গ্রেপ্তার দেখিয়ে খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।