পুলিশ ও স্থানীয়রা জানান, গত মার্চ মাসের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গতকাল সোমবার রাতে সংঘর্ষে জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন।
পরে আজ মঙ্গলবার সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার উপ-পরিদর্শক কবির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।





