ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, ২৫ বাড়িতে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, ২৫ বাড়িতে অগ্নিসংযোগ | এখন
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ২০-২৫টি ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানোর অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মার্চ মাসের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গতকাল সোমবার রাতে সংঘর্ষে জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন।

পরে আজ মঙ্গলবার সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার উপ-পরিদর্শক কবির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

সেজু