দেশে এখন
0

চাঁদপুরে নিহত চেয়ারম্যান সেলিম খানের ৯ এমএম পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৯ এমএম পিস্তলসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ির রাস্তার পাশে বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় একটি ম্যাগাজিন ও পিস্তল কভার উদ্ধার করা হয়।

এ দিন রাতে চাঁদপুর মডেল থানায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (অধিনায়ক,২১ বীর) ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম যৌথভাবে এই অভিযানে অংশ নেয়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এ সময় পরিত্যাক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও পিস্তল কভার উদ্ধার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে জানা যায় উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গাড়িতে করে পালানোর সময় বালিয়া এলাকায় গণপিটুনিতে মারা যায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এসময় তার লাইসেন্সকৃত পিস্তলটি বেহাত হয়ে যায়। সেলিম খানের লাইসেন্সকৃত একটি শটগান মডেল থানায় জমা দেয়া হয়েছিল।

গত ৩ সেপ্টেম্বর জেলার লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমাদানের শেষ তারিখ পর্যন্ত জেলায় লাইসেন্সকৃত ১২২ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। যৌথবাহিনীর অভিযানে বেহাত হওয়া পিস্তলটি উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এসএস