দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে নিহত তিনজন হলেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুমন হোসেন, বাঞ্চানগরের মোহম্মদ ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। তারা তিনজনই সিএনজি চালিত অটোরিকশার চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্রিন লাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই গ্যাস নিতে আসা তিন অটোরিকশা চালকের মৃত্যু হয়। দগ্ধ হন বাস চালকসহ অন্তত ২০ জন।
পরে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর ১০ দশজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাঠানো হয়।