দেশে এখন
0

আহতদের উন্নত চিকিৎসায় সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া: জামায়াত আমীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করবে কোরিয়া।’ এসময় জনশক্তি পাঠাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান আমীর। 

তিনি বলেন, ‘দুই দেশের  স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে দুই দেশের সম্পর্ক আরো কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা অভিব্যক্তি ব্যক্ত করেছি। বাংলাদেশ কীভাবে সামনে দেশের জনগণের উন্নতি নিরাপত্তা অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ ও কোরিয়া একত্রে তাদের পার্টনারশিপ আরো কীভাবে উন্নত করতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি।’

জামায়াত আমির বলেন, ‘সাড়ে ১৫ বছর ধরে আমাদের ওপর তাণ্ডব চলেছে। আমরা অফিস খুলে বসে আছি মাত্র দুই মাস। তারা আমাদের দেখতে এসে সম্মানিত করেছেন। আমরা আশা করি দুই দেশ আগামীতে পরস্পরের শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে আরো বেশি সামনে এগিয়ে যাবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে এগোবে।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক খাতে কোরিয়া উন্নতি করছে। সেই দক্ষতা দিয়ে বাংলাদেশকে আমরা সহযোগিতা করতে চাই।’ এ সময় তিনি বাংলাদেশের কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক নেওয়ার ব্যাপারে আলোচনা করেন।

পরে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি সাথে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর