দেশে এখন
0

বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

দুর্নীতি হলেও চীন থেকে জাহাজ কেনার প্রকল্প চলমান থাকবে

আসিফ হোসেন

বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনা তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি নাশকতা না দুর্ঘটনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। চীন থেকে জাহাজ ক্রয়ে দুর্নীতি হলেও জাহাজ সংকট থাকায় প্রকল্প বাদ দেয়া যাবে না। তবে, দাম কমাতে দরকষাকষি হচ্ছেন বলে জানান। দুর্নীতির সব তথ্য দুদকে পাঠানো হবে বলে জানান। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বিএসসির বহরে চারটি অয়েল মাদার ট্যাংকারসহ চারটি জাহাজ যুক্ত হবে। সক্ষমতা বাড়াতে আগামী কয়েক বছরে ২০ থেকে ২৫টি যুক্ত হবে।

৫ দিনের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দুটি তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের পর নৌ পরিবহন উপদেষ্টার চট্টগ্রাম সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠে। সফরের প্রথম দিনে তাই শিডিউল পরিবর্তন করে বিএসএসির কর্মকর্তা অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই জাহাজের নাবিক ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

সভা শেষে বলেন, পরপর দুই জাহাজে অগ্নি দুর্ঘটনা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে তা খতিয়ে দেখতে মেরিটাইম এক্সপার্ট, নিরাপত্তা বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করে, বন্দর, নেভি, কোস্ট গার্ডসহ সব সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অনুমানভিত্তিক কোনো কথা বলতে চাইনা। যত দ্রুত সম্ভব তদন্ত হবে। তদন্ত শেষ হলে আমি আশা করব আপনারা তদন্তের রেজাল্ট জানতে পারব্নে।’

সোমবার থেকে বহির্নোঙরে বিপিসির আমদানি করা জ্বালানি তেল খালাসে ভাড়া করা নতুন জাহাজ কাজ শুরু করবে বলেও জানান নৌ উপদেষ্টা।

তিনি বলেন, কালকে থেকে আশা করি এটার অপারেশন শুরু হয়ে যাবে। এখন যেহেতু জাহাজে আগুন লেগেছে, আরো কিছু নিরাপত্তার বিষয় দেখার দরকার আছে। ওনারা বলেছেন আমাকে একত্রে কাজ করবেন। এছাড়াও এ সংস্থাটিকে যত তাড়াতাড়ি উন্নত করা যায় প্ল্যান দেখলাম, আমিও কথা বললাম। বিদেশ থেকে যারাই আমাদের কাছে আসবে তাদের বলব আমাদের জাহাজ শিল্পে বিনিয়োগ করো।’

তিনি আরো বলেন, চীন থেকে জাহাজ ক্রয়ে দুর্নীতি হলেও জাহাজের সংকট থাকায় প্রকল্প বাদ দেয়া যাবে না। তবে দাম কমাতে দর কষাকষি চলছে। জাহাজ ক্রয়সহ সব অনিয়মের তথ্য দুদকে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী বলেও জানান তিনি।

গেল অর্থবছরে ২৪৬ কোটি টাকা নীট মুনাফা করে রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে চীন থেকে ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে চারটি নতুন জাহাজ কেনার চুড়ান্ত চুক্তি হবে বলে বিএসসির এমডি।

পরিকল্পনা মতো সবাই এক হয়ে কাজ করলে আগামীতে বাংলাদেশ শিপিং করপোরেশন আরও উন্নতি করবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এএইচ