আজ সন্ধ্যায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আবু বক্কর উপজেলার উথলী ইউনিয়নের কাতরাসিন গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন বলেন, 'গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে গতকাল (বুধবার, ৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।'