অপরাধ ও আদালত
0

নাশকতার মামলায় মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ ৮৪ জন খালাস

নাশকতার পৃথক তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

গতকাল (সোমবার) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান, খালাস প্রাপ্তদের মধ্যে গুলশান থানার মামলায় হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ চৌধুরী সহ ১০ জন, কাফরুল থানার মামলায় ৬ জন এবং যাত্রাবাড়ী থানার মামলায় ৬৮ জন আসামি ছিলেন।

গুলশান থানার মামলাটির অভিযোগে থেকে জানা যায়, ২০১১ সালের ৬ জুন রাতে হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। আগুনে বাসটির ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে হাফিজ উদ্দিন আহমেদ এবং আলতাফ চৌধুরী সহ ১০ জনকে আসামি করা হয়।

পরে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালে আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলায় আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

এএইচ