আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এসময় প্রধান উপদেষ্টার তথ্য সচিব বলেন, 'মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনতে পারবো। এছাড়াও দেশ দু'টির সঙ্গে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে।'
রপ্তানির বিষয়ে তিনি বলেন, '২০২৪-২৭ সাল পর্যন্ত ১১০ বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে চাই। পোশাক শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন ড. ইউনূস।'
এছাড়াও, কালবেলার প্রকাশিত জনপ্রশাসন সচিবের দুর্নীতির রিপোর্ট খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
এসময় গণমাধ্যমগুলোতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।