চুয়াডাঙ্গায় বিএনপির দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

এখন জনপদে
0

চুয়াডাঙ্গার তিতুদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে দলটির সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।

আজ (শনিবার, ৮ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির কার্ড ও ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের সঙ্গে রফিকুল ইসলামের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিএনপির সাবেক নেতা রফিক। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ইএ