পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বলে জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এ সম্মাননা তুলে দেন তিনি।
এ আয়োজনে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা পান শরীফা সুলতানা।
শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারীর পুরস্কার পান হালিমা বেগম। সফল জননী হিসেবে মেরিনা বেসরা, সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সফল নারী হিসেবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এ সময় পুরস্কারপ্রাপ্ত নারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।