দেশে এখন
0

‘যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই, এটা ফেক নিউজ’

অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব

অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগ নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

একটি সংবাদপত্রে আজ সিনিয়র সচিবসহ দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরই প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. মোখলেস উর রহমান।

প্রতিবেদনটির বিষয়ে তিনি বলেন, ‘যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই। এটা ফেক নিউজ।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মোবাইলটা হল স্যামসাং, ওখানে (প্রতিবেদনে) যেটা শো করেছে সেটা হল আইফোন। আমি কি আইফোন ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না।’

সিনিয়র সচিব বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন আমার আগের যে নাম্বার সেটাই ব্যবহার করি।’

নিউজের সত্যতা প্রশ্নে মো. মোখলেস উর রহমান বলেন, ‘আপনারা যদি স্ট্যান্ডবাজি নিউজ করতে, চান তাহলে এসব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন আমি কেমন তা জানেন। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবোই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা।’

অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘স্পষ্টকরণ হল অলরেডি তিনটি পদক্ষেপ নেয়া হয়েছে। তিনটা চিঠি ওয়েবসাইট থেকে নামিয়ে নেবেন। তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি চিঠি দেয়া হয়েছে। প্রেস কাউন্সিল আছে,অন্যান্য নিয়ম কানুন আছে তারা ব্যবস্থা নিচ্ছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এ সচিব বলেন, ‘যারা এটা সংবাদ করেছে তাদের আমরা কতটুকু গুরুত্ব দেবো? অনেক লোক কথা বলতে পারে আমি তার পেছনে দৌঁড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করবো। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে।’

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর