দেশে এখন
0

গণত্রাণ কর্মসূচির ত্রাণ ফান্ডে উঠেছে সাড়ে ১১ কোটি টাকা

অডিট রিপোর্ট প্রকাশ

ত্রাণ ফান্ডে সর্বমোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উত্তোলন হয়েছে বলে জানিয়ে ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ (মঙ্গলবার, পহেলা অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ ও উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য প্রকাশ করেন তারা।

সংগঠনটির পক্ষ থেকে পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরী ফার্ম বিনামূল্যে এই অডিট কার্যক্রম পরিচালনা করে বলে জানায় ফার্মটির নিরীক্ষক গোলাম ফজলুল কবির।

তিনি বলেন, 'বিগত ১০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাইন্ড এবং ক্যাশ ডোনেশনের অডিট করে ফার্মটি।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি জানান, এযাবৎ মোট উত্তোলিত অর্থ থেকে বিভিন্ন খাতে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ খরচ হবার ফলে বর্তমানে ব্যাংকে  ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা উদ্বৃত্ত আছে।

অন্যদিকে ব্যাংকে জমাকৃত অর্থ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় লুৎফর রহমান জানান, ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে দেয়ার পাশাপাশি বাকি ১ কোটি ৯১ লক্ষ টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায় ত্রান কার্যক্রমে ব্যয় করা হবে।

আগামীকাল বুধবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর