দেশে এখন
0

এবারের পূজা সবচেয়ে ভালো, নির্বিঘ্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

'যৌথ অভিযানে হত্যার ঘটনা বিচারবহির্ভূত নয়'

আগে যত পূজা হয়েছে এবারের পূজা সবচেয়ে ভালো, নির্বিঘ্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সরকার। আগে যত পূজা হয়েছে এবারের পূজা সবচেয়ে ভালো, নির্বিঘ্ন হবে।'

এ সময় তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলবো না। তবে সন্তোষজনক। দিনে দিনে আরও ভালো হবে। পুলিশের যারা এখনও কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারা পুলিশ নয় সন্ত্রাসী।'

নতুন পুলিশ, আনসার ও বিজিবি নিয়োগ দেয়া হবে বলেও জানান এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, 'যৌথ অভিযানে যে হত্যার ঘটনা ঘটছে সেটি বিচারবহির্ভূত হত্যা নয়। এটা সংঘর্ষ। অপারেশনে গেলে দু-একজন গুলিবিদ্ধ হবেই।'

পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'সেখানে অবস্থা এখন ভালো, ধীরে ধীরে আরও ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি। বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। তারা পরিস্থিতি ঘোলাটে করছে।'

বৈঠকে মাজার দরগাহ'র নিরাপত্তা দেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

আরও বলেন, 'মাদকের গডফাদারদেরকে ধরা হবে। গডফাদারদের না ধরতে পারলে মাদক নিয়ন্ত্রণে আসবে না। গডফাদাররা যেন জামিনে ছাড়া না পায় সে ব্যবস্থা করে বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর