চার সদস্যের এ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আইন অনুষ্ঠানের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক এবং সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া।
কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।