আয়োজকরা জানান, গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনের সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
তারা বলেন, ‘বর্বর ইসরাইলি বাহিনীর হামলা থেকে নারী-শিশু-বৃদ্ধ, ছাত্র-শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছেন না।’
অংশগ্রহণকারী একজন বলেন, ‘আমেরিকার এক শিশু যেমন পৃথিবীর জন্য স্বপ্ন দেখাতে পারে, ঠিক তেমনি প্যালাস্টাইনের এক শিশুও স্বপ্ন দেখাতে পারে।’
আরেক অংশগ্রহণকারী বলেন, ‘যখন ইসরাইলের বোমায় হাজারো শিশু শহীদ হয়, তখন ইউনিসেফের কাজ কী এটাই আমাদের প্রশ্ন। আন্তর্জাতিক সংগঠনগুলো মানবতা ও মানবাধিকার বলে মুখে ফেনা উঠিয়ে ফেলে এখন তাদের নাকের ডগায় কীভাবে ফিলিস্তিনে গণহত্যা চলছে।’