দেশে এখন
1

ইলিশ রপ্তানির পর দাম বেড়েছে দেশের বাজারে, ক্রেতাদের নাভিশ্বাস

ভারতে রপ্তানির শুরুর পর বাজারে আরেক দফা বাড়তি ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে দেড়শ' থেকে সাড়ে তিনশ' টাকা পর্যন্ত। কেজিদরে সর্বোচ্চ ২৪শ' টাকাও গুনতে হচ্ছে ক্রেতাদের।

সারাবছরই চড়া থাকে দেশের ইলিশের বাজার। তবে ভারতে রপ্তানি শুরু হওয়ায় পর আরও একদফা বেড়েছে দাম। আকাশ ছোঁয়া দামে অনেক ক্রেতার কাছেই ইলিশের স্বাদ নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে ।

বরিশালের বাজারে সপ্তাহের ব্যবধানে দেড়শ থেকে ২শ' টাকা বেড়েছে ইলিশের দাম। এক কেজি ওজনের ইলিশ কিনতে গুণতে হচ্ছে ১৮শ' থেকে ১৯শ' টাকা আর ১২শ' গ্রাম ওজনের মাছ ১৯শ' ৫০ থেকে ২ হাজার টাকা। ২৩শ' থেকে ২৪শ' টাকায় বিক্রি হচ্ছে দেড় কেজি ওজনের ইলিশ। পকেটকে স্বস্তি দিয়ে ইলিশের স্বাদ নেয়ার সুযোগ নেই ক্রেতার। তবে বরাবরের মতই সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা।

ক্রেতাদের মধ্যে একজন জানান, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশের দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা । আর মাছের দাম খুব কম।

ফেসবুকের সাথে বাস্তবতায় ইলিশের দামের কোনো মিল নাই বলেও জানান একজন ক্রেতা।

ইলিশের ভরা মৌসুম চললেও দামে প্রভাব নেই চাঁদপুরের মাছের বাজারে। সাপ্তাহিক ছুটি দিনে বেড়েছে ক্রেতা সমাগম একইসঙ্গে ভারতে ইলিশ রপ্তানি সব মিলিয়ে বেড়েছে চাহিদা। ফলে কেজিতে আরও ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৯শ'-১৯শ' ৫০ টাকায়। আর মাঝারি সাইজের ইলিশ ১৪০০-১৭০০ টাকায়।

ফলে অনেক ক্রেতাই দাম শুনে খালি হাতে ফিরেছেন। ব্যবসায়ীরা বলছেন, মাছের যেই পরিমাণ চাহিদা রয়েছে, সেই তুলনায় বাজারে সরবরাহ না থাকায় উর্ধ্বমুখী ইলিশের দাম।

চাঁদপুরে ক্রেতাদের মধ্যে একজন জানান, ২৫০০ থেকে এখন ৩০০০ টাকা দাম চাইতেছে । তাহলে কীভাবে সাধারণ মানুষ ইলিশ কিনবে।

ক্রেতাদের মধ্যে আরো একজন জানান এককেজির বেশি হলেই আঠারশ থেকে দুই হাজার।

বিক্রেতাদের মধ্যে একজন জানান, কিনছি ১৮শ'৭৫ টাকা কেজি। বিক্রি করছি ১৯শ' টাকা কেজি। তাও ক্রেতারা নেয় না।

এদিকে ময়মনসিংহের বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। ফলে ১ কেজি ওজনের ইলিশের দাম ৩ দিনের ব্যবধানে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। পাইকারিতেই ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৯শ' টাকায়। এতে শখ করে ইলিশ কিনতে এসে নাভিশ্বাস ক্রেতাদের। খালি হাতে ফিরেছেন অনেকেই।

ময়মনসিংহের ক্রেতাদের মধ্যে একজন জানান, ১শ' গ্রাম , ২শ' গ্রাম ঝাটকা এগুলোর কেজি ৭শ' থেকে ৮শ' টাকা কেজি। যা জনসাধারণের কেনার পক্ষ সম্ভব না।

এদিকে সপ্তাহের ব্যবধানে ভোলার বাজারেও ৩শ' থেকে সাড়ে ৩শ' টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। এক সপ্তাহ আগে এককেজি ওজনের মাছ ১৫শ' ৫০ থেকে ১৬শ' টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৮শ' থেকে ১৯শ' টাকায়।

আর ৭শ' থেকে ৮শ' গ্রামের মাছ কিনতে গুণতে হচ্ছে ১৪শ' ৫০ থেকে ১৬শ' টাকা। বাজারে কোনো তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দামে মাছ বিক্রি করছে বলেও অভিযোগ ক্রেতাদের।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর