দেশে এখন
0

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি এসব ইলিশ জব্দ করা হয়।

এ সময় সারোয়ার আলম নামে একজনকে আটক করা হয়। তিনি আদ্রা গ্রামের শহীদ ভূইয়ার ছেলে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, ভারতে পাচারের উদ্দেশে ইলিশ মাছগুলো সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি ইলিশ মাছ জব্দ করেন। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হবে।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের অনুরোধে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রাণালয়।

দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোরটার্স অ্যাসোসিয়েশন। গত ৯ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরাবর এ চিঠি পাঠানো হয়।

তথ্যানুযায়ী, ২০১৯ সালে ৫০০ টন চাহিদার প্রেক্ষিতে ৫০০, ২০২০ সালে ১ হাজার ৮৫০ টনের বিপরীতে ১ হাজার ৮৫০, ২০২১ সালে ৪ হাজার ৬০০ টনের বিপরীতে ১ হাজার ২০০, ২০২২ সালে ২ হাজার ৯০০ টনের বিপরীতে ১ হাজার ৩০০ এবং ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টনের বিপরীতে ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ।

ইএ