কেরাণীগঞ্জের ব্যাংকে হানা দেয়া তিন ডাকাতের অস্ত্রসহ আত্মসমর্পণ

0

সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ডাকাতদের জিম্মি মুক্ত হয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালী ব্যাংকের শাখা। দেশিয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ডাকাত দল। ব্যাংকের ভেতরে আটকা জিম্মিদের অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করে বলে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

ডাকাতদের হাতে জিম্মি হয়ে পড়ে ব্যাংকে থাকা কর্মকর্তা ও গ্রাহকরা। জিম্মিদের উদ্ধারে ব্যাংকটি দুপুর থেকে ঘিরে রেখেছিল পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে জানা গেছে, রুপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে ১৫ লাখ টাকা দাবি করে ৩ সদস্যের ওই ডাকাত দল। তৎক্ষণাতই জায়গাটি ঘিরে ধরে পুলিশ ও র‌্যাবের সদস্য। পরে তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনীও।

সাড়ে তিন ঘণ্টার শ্বাসরুদ্ধ যৌথ অভিযানের পর তিনটি আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করে ডাকাতের তিন সদস্য। ব্যাংকের ভেতরে আটকাপড়া জিম্মিদের অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এএম