দেশে এখন
0

নেত্রকোণায় বিশ্ব নদী দিবস উদযাপিত

নেত্রকোণায় বিশ্ব নদী দিবস উদযাপন করেছে শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। এ সময় পরিবেশ ও ধান গবেষণা সংস্থা নেত্রকোণার বারসিক ও বেলার সহযোগিতায় নদী দিবস উপলক্ষে ৭০টি নদীর নাম লিখিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের ফাঁকে জেলা শহরের মোক্তারপাড়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও নদী নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন মো. অহিদুর রহমান, আলপনা বেগম ও মোস্তাসিম বিল্লাহ। স্কুলের অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে নদী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের কলম উপহার দেয়া হয়।

পরে কুইজ প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসকল নদীর নাম লিখা প্ল্যাকার্ড নিয়ে স্কুল মাঠে মানবপ্রাচীর তৈরি করে শিক্ষার্থীরা। প্ল্যা­কার্ড ও ফেস্টুন নিয়ে স্কুলের কয়েকটি ক্লাসের শিক্ষার্থীরা নদীকে দখল ও দূষণ মুক্ত করতে নিজেরা সচেতন হওয়া ও অন্যদের সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর