দেশে এখন
0

খাগড়াছড়ি-রাঙামাটির ঘটনায় বিএনপি মহাসচিবের উদ্বেগ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতকারীদের সংঘর্ষের ঘটনায় আহত এবং দোকানপাট-বাড়িঘরে হামলা ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা।’

ফখরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন-খারাবীতে মেতে উঠেছে। আর এ কারণেই জনগণের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যাসহ গুরুতর আহত করা হচ্ছে।’ৎ

ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি হামলার সাথে জড়িত দুস্কৃতিকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এএইচ