দেশে এখন
0

সাড়ে তিনটায় চালু হচ্ছে মেট্রোরেল, খুলছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন

আজ বিকেল সাড়ে ৩টা থেকে প্রতি শুক্রবার চলাচল শুরু করতে যাচ্ছে মেট্রোরেল। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনটিও খুলছে আজ। তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

জুলাই মাসে ছাত্র-জনতা আন্দোলনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্তরা তাণ্ডব চালায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। ফলে ১৮ জুলাই থেকে পুরো ট্রেন চলাচলই বন্ধ করে দেয়া হয়।

পরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন উপদেষ্টা দায়িত্ব নিয়ে ২৫ আগস্ট থেকে চালু করেন মেট্রোরেল চলাচল। তবে বাদ থাকে কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন। আর খরচ হয় ১ কোটি টাকারও কম।

অথচ বন্ধ হওয়ার মাত্র ৬২ দিন পর চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। সেই সাথে ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাতদিন চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

তিনি জানান, এখন থেকে প্রতি শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পর পর মোট ৬০টি ট্রেন আপডাউন করবে। সেই কাজীপাড়া স্টেশন চালু করতে প্রাথমিকভাবে ব্যয় হয়েছে সাড়ে ২০ লাখ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব ) মোহাম্মদ আবদুর রউফ বলেন, '২০ তারিখ ৩.৩০ মিনিট থেকে মেট্রোরেলের শনিও শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে মতিঝিলে এটা শেষ হবে। শুরু হচ্ছে ৭ দিনের মেট্রোরেলের যাত্রা। উত্তরা উত্তর থেকে ৩:৩০ থেকে ৯ টা আর মতিঝিল থেকে ৩:৪০ থেকে রাত ৯:৪০ পর্যন্ত চলবে।'

এদিকে মেট্রোরেল নকশায় যে ভুল থাকার কথা বলা হচ্ছে তা ঠিক নয়। তবে মাঝেমধ্যে যে ত্রুটি দেখা যায় সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা অনেক কথা বলতে পারেন কিন্তু নকশার যে ত্রুটি সেটা আমাদের জানামতে নাই বলেও জানান মোহাম্মদ আবদুর রউফ।

এছাড়া চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকল্পগুলো লাভজনক হওয়ায় ওপর নির্ভর করছে কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত।

মোহাম্মদ আবদুর রউফ আরো বলেন, 'সবগুলা পর্যালোচনা করা হচ্ছে তারপর দেখে যেটা ভায়াবল সেটা তো থাকবে। যেটা চলমান আছে চলবে। ফাইভ সাউথ একটা অন গোয়িং প্রজেক্ট যেটা নিয়ে একটা পরিকল্পনা আছে।সেটা নিয়েও পর্যালোচনা চলছে।'

এদিকে বর্তমানে ডিএমটিসিএলের কর্মকর্তাদের মধ্যে যে বৈষম্যের অভিযোগ উঠেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান কর্তৃপক্ষ।