পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জেলায় টানা বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল

সাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হচ্ছে টানা বৃষ্টি। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের।

গত দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশালে। সকালে ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১৭৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত।

এদিকে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর বটতলা, মুন্সিগ্যারেজ, বগুড়া রোড, কালিবাড়ি রোডসহ বেশিরভাগ সড়কে।

স্থানীয়দের মধ্যে একজন জানান, কাল সকাল থেকেই সারাদিন বৃষ্টি হচ্ছে। বরিশালে একদিন বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায়।

জরুরি কাজের জন্য বের হয়েছি। এখন হাঁটু পানির মধ্য হাঁটতেছি বলেও জানান একজন।

রিকশা চালকদের মধ্যে একজন বলেন, 'সারা বরিশাল তলায় গেছে। গাড়ি-ঘোরা চালানো যায় না।'

এছাড়া বৈরি আবহাওয়ায় বন্ধ রয়েছে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল। কক্সবাজারে তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এতে রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৫টি গ্রামের ৩ শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

গত তিনদিনে ১০টি বসতঘর ভেঙে বিলীন হয়েছে নদীগর্ভে। নিম্নচাপের কারণে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা বরগুনা ও পটুয়াখালীতে। সমুদ্র উত্তাল থাকায় নিরাপদে আশ্রয় নিচ্ছেন সমুদ্রগামী জেলেরা। এদিকে টানা বৃষ্টিতে ঝালকাঠিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা।

এছাড়া উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। এতে পানি বন্দি হয়ে পড়েছে রাঙামাটি পৌর এলাকাসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলার ৫ ইউনিয়ন ৯ হাজার মানুষ।