পরিবেশ ও জলবায়ু
0

জলবায়ু পরিবর্তনে গত দশকে ২ লাখ কোটি ডলারের ক্ষতি

জলবায়ু পরিবর্তনে চরম বৈরি আবহাওয়ার কারণে গেল দশকে ২ লাখ কোটি ডলারের ক্ষতি হয়েছে বিশ্ব অর্থনীতির।

জলবায়ু সম্মেলন কপ টুয়েন্টি নাইনকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বলছে, গেল দশকে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের, এরপর চীন আর ভারতের।

ভয়াবহ বন্যা থেকে খরা পর্যন্ত এমন অন্তত ৪ হাজার প্রাকৃতিক দুর্যোগে গেল দুই বছরে ক্ষতি হয়েছে ৪৫ হাজার কোটি ডলার।

বিজ্ঞানীদের পূর্বাভাসের তুলনায় এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতিবছর বেড়েছে আবহাওয়ার বৈরিতায় আর্থিক ক্ষতি।

গেল ১০ বছরে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ৯৩ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের. চীনের প্রায় ২৭ হাজার কোটি ডলার এবং ভারতের হয়েছে ১১ হাজার কোটি ডলার।

ইএ