দেশে এখন
0

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাসের নকশা সংশোধন, বাড়বে ভোগান্তি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের নকশায় ত্রুটি সংশোধনে ব্যয় বেড়েছে ১১ কোটি টাকা। নতুন নকশায় বেড়েছে ওভারপাসের র‌্যাম্পের আয়তন। সেই সাথে নির্মাণ শেষ হওয়ার সময় বেড়েছে এক বছর। এতে ওই সড়কগুলোতে চলাচলে ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার শঙ্কা স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কাজ শেষ হয়েছে প্রায় ৪০ শতাংশ। দ্রুতই কাজ শেষ হবে বলে আশা।

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় নির্মিত হচ্ছে রেলওয়ে ওভারপাস। এখন অনেকটাই দৃশ্যমান ওভারপাস। একে একে বসছে স্প্যানগুলো।

নির্মাণকাজ চলাকালে ত্রুটি দেখা দেয় ওভারপাসের নকশায়। সে ত্রুটি সংশোধনের পর ওভারপাসের দু'পাশে র‌্যাম্পের আয়তন বেড়েছে ১১২ মিটার। এতে ১০ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকা খরচ বেড়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৮৬ কোটি ১০ লাখ টাকা। নির্মাণ কাজের সময় বেড়েছে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।

গুরুত্বপূর্ণ এই রেলওয়ে ওভারপাসের জন্য দিন গুণছে জেলাবাসী। ভোগান্তি পেরিয়ে স্বস্তির অপেক্ষায় তারা। তবে, রয়েছে প্রকল্পে ধীর গতির অভিযোগ। চলাচলে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৪০ শতাংশ কাজ। চলতি বছরের মধ্যেই বাকি কাজ শেষ করার আশা।

এই সম্পর্কিত অন্যান্য খবর