চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় নির্মিত হচ্ছে রেলওয়ে ওভারপাস। এখন অনেকটাই দৃশ্যমান ওভারপাস। একে একে বসছে স্প্যানগুলো।
নির্মাণকাজ চলাকালে ত্রুটি দেখা দেয় ওভারপাসের নকশায়। সে ত্রুটি সংশোধনের পর ওভারপাসের দু'পাশে র্যাম্পের আয়তন বেড়েছে ১১২ মিটার। এতে ১০ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকা খরচ বেড়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৮৬ কোটি ১০ লাখ টাকা। নির্মাণ কাজের সময় বেড়েছে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
গুরুত্বপূর্ণ এই রেলওয়ে ওভারপাসের জন্য দিন গুণছে জেলাবাসী। ভোগান্তি পেরিয়ে স্বস্তির অপেক্ষায় তারা। তবে, রয়েছে প্রকল্পে ধীর গতির অভিযোগ। চলাচলে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৪০ শতাংশ কাজ। চলতি বছরের মধ্যেই বাকি কাজ শেষ করার আশা।