গ্রামীণ কৃষি
কৃষি
0

শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা

আগাম শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা। ফসল ওঠার সময় পেরিয়ে গেলেও গাছে ফুল আসেনি। মাঠেই পচে নষ্ট হচ্ছে পাতা ও কাণ্ড। চাষিদের অভিযোগ, সিনজেনটা কোম্পানির বীজ যারা ব্যবহার করেছেন তারাই এমন ক্ষতির মুখে পড়েছেন। ফলন বিপর্যয়ে ওই বীজ কোম্পানিকেই দুষছেন তারা। এ নিয়ে কৃষি বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে দায়ী করছেন কর্মকর্তারা।

চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের মাঠে অন্তত একশ বিঘা ফুলকপির ফলন নষ্ট হয়েছে। ফসল ওঠার সময় পার হলেও মাঠে নাজুক পড়ে আছে ফুলকপির গাছ। ঝরে পড়ছে পাতা, ফলন নেই একটি গাছেও। ক্ষতির মুখে পড়েছেন গ্রামের কয়েকশ চাষি।

কৃষকদের অভিযোগ, সিনজেনটা কোম্পানির বীজ ব্যবহার করে এমন বিপর্যয় ঘটেছে। জটিলতা দেখে বারবার ওই বীজ কোম্পানির কাছে ধরনা দিলেও মেলেনি সমাধান। অথচ একই মাঠে অন্য কোম্পানির বীজে ফলন হয়েছে আশানুরূপ।

চাষিদের একজন বলেন, ‘৭৫ দিন বয়স। বেঁচাকেনা তো হচ্ছেই না। পাতায় পোকা লেগে কপি সব নষ্ট হয়ে গিয়েছে।’

আরেকজন বলেন, ‘সবারই একই অবস্থা। পাতা নষ্ট হয়ে গিয়েছে। ফুল হয়েছে ছোট ছোট।’

এরই মধ্যে যে ফসল বাজারে বিক্রি হওয়ার কথা, সে ফসল নষ্ট হচ্ছে মাঠে। লাভ তো দূরের কথা উৎপাদন ও পরিচর্যা খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘বিশেষজ্ঞদের মতামতে একটি কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।’

ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ভুক্তভোগী চাষিরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের

মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে চায়না, দার্জিলিং মাল্টা ও কমলার চাষ

সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে, যদিও ক্রেতাদের দাবি ভিন্ন

সরকারি কোষাগারে জমা পড়েনি ট্রেড লাইসেন্সের ফি

উত্তরাঞ্চলে ধান কাটার ধুম, আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের
উত্তরাঞ্চলে ধান কাটার ধুম, আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে গাছিদের

ঝালকাঠিতে কৃষকের বাজার 'স্বস্তি' উদ্বোধন

আগাম শীতকালীন সবজির চারা রোপণে কৃষকদের খরচ দ্বিগুণ

বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে জামালপুরে কৃষকদের

হবিগঞ্জে ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি

হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ
হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ

টানা বৃষ্টিতে পেঁপের ফলনে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা