উপদেষ্টা বলেন, 'খুব দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে।' এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া শহীদদের প্রতি স্মরণসভায় ব্যয়ের পরিমাণের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, স্মরণসভা আয়োজন করতে কিছু ব্যয় সম্পৃক্ত থাকবে। ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এসব প্রয়োজনীয় ক্রয় সম্পন্ন হবে। বৈঠকে এ লক্ষ্যে একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়।
অর্থ উপদেষ্টা বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ হবে। তার অনুমোদন দেয়া হয়েছে।'
সভায় বিদেশি অতিথিসহ সকল শহীদ পরিবারসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা স্মরণসভার প্রস্তুতির বিষয়টি দেখছেন।’