তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’
আরও পড়ুন:
তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার..., যাদের জন্য স্পেশাল যেটা দেয়া দরকার- এটার জন্য আমরা প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন বিবেচনায় বডি অন ক্যামেরা কেনা হবে। নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন কোন কিছু প্রবেশ করে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতা থাকার নির্দেশ দেয়া হয়েছে।’





