দেশে এখন
0

গুলশানে ডাকাতের তাণ্ডব, ভবনে ছিলো একাধিক ব্যাংকের শাখা

রাজধানীর গুলশানে একটি ১৫তলা বাণিজ্যিক ভবনে ভাঙচুর চালিয়েছে একদল ডাকাত। ওই ভবনে একাধিক ব্যাংকের শাখা ছিলো বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

রাত একটার দিকে (শুক্রবার,৬ সেপ্টেম্বর) একদল দুর্বৃত্ত কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল চালিয়ে বাণিজ্যিক ভবনে ঢুকে পড়ে।

ভবনের সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে নিচ তলায় ভাংচুর চালায়। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

এ সময় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী ছুটে আসেন। ১৫ তলা ভবনটিতে ব্যাংক ছাড়াও কয়েকটি বিদেশি কোম্পানির অফিস রয়েছে বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন এবং প্রশাসন এর সহায়তায় ভবনটি ঘেরাও করে রাখা হয়।