দেশে এখন
0

ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে উত্তরার আগুন

আগুনের সম্ভাব্য উৎস রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরায় শাহ মখদুম রোডের বাণিজ্যিক ভবনের আগুন। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছে। এ ঘটনায় ওই ভবন থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিক বিবৃতিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইন্টেনেন্স পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রায় চার ঘন্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। উত্তরা ১২নং সেক্টরের শাহ মাখদুম রোডে এই আগুনে ৭ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘একজন অন্তসত্ত্বা নারী ছিলেন। ভবনটিতে কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা বা যন্ত্র পাওয়া যায়নি। ফায়ার এক্সিট ছিল না। আগুনের সম্ভাব্য উৎস রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার।’

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর এটি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট যোগ দেয়। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরো তিনটি ইউনিট যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট পৌঁছায় সকাল ১০টা ৪৪ মিনিটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগা ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন ফ্লোরের কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সর্বশেষ ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। আটকাপড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি আনা হয়। এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ইএ