দেশে এখন
0

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার তোলার আহ্বান গণঅভ্যুত্থান ফোরামের

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার তোলার আহ্বান জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থান ফোরাম। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সীমান্তে বিএসএফের নির্বিচার হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করা প্রতিবাদ সভায় এ আহ্বান জানানো হয়।

এসময় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবার তাগিদও দেন তারা। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকার হটানোর পর বর্তমানে স্বাধীনতা সুসংগঠিত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, গেল ১৫ বছরে কোন সীমান্ত হত্যার বিচার হয়নি। ভারতের জনগণের সাথে বৈরিতা নেই জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক বলেন, ভারত সরকারকে এ বিষয়ে চাপ দিতে হবে।

পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতে থাকতে না পারে সেজন্য তাদের জনগণকে প্রতিবাদী হবার আহ্বানও জানান বক্তারা। সীমান্ত হত্যা সমস্যার টেকসই সমাধানের প্রত্যাশার কথা জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জুলাই গণঅভ্যুত্থান ফোরাম

এএইচ