বক্তারা বলেন, শহীদদের রাষ্ট্রীয়ভাবে সাহায্য করার কথা থাকলেও এখনও তা হয়নি, এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতিও পাননি তারা। দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করে আন্দোলনে নিহতদের তালিকা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।
আন্দোলনে আহতদের পরিবার অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না উল্লেখ করে বক্তারা জানান, আহতদের পরিবারকে সহায়তা করতে হবে। একইভাবে গণহত্যায় নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানায় জাস্টিস ফর জুলাই মঞ্চ।