জাস্টিস-ফর-জুলাই

‘সংবিধান থেকে বেশি জরুরি রাজনৈতিক সংস্কার’

সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় বক্তারা

বাহাত্তরের সংবিধান অবৈধ তবে এই মুহূর্তে সংবিধান থেকে বেশি জরুরি রাজনৈতিক সংস্কার। নয়তো আবারও স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে বলে মনে করেন ছাত্র-শিক্ষক ও রাজনীতি বিশ্লেষকরা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে সেন্টার ফর স্ট্রেটিজিক অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজের আয়োজিত 'সংস্কার ও নির্বাচন' নিয়ে আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

জাতীয় কমিশন গঠন করে হত্যার বিচার নিশ্চিতের দাবি জাস্টিস ফর জুলাইয়ের

জাতীয় কমিশন গঠনের মাধ্যমে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের হত্যার বিচার এবং আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ‘জাস্টিস ফর জুলাই’। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে ‘শহীদরা ফিরে আসছে’ ব্যানারে শাহবাগের সমাবেশ থেকে এমন দাবি তোলেন তারা।