রোববার (২৬ জানুয়ারি) রাতে পৌনে ১০টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারের পর রোববার রাতেই পুলিশি পাহারায় এসআই চঞ্চল চন্দ্র সরকারকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. জাকারিয়া।