আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তহমুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। মামলায় শেখ হাসিনাকে ১ নম্বর, শেখ রেহানাকে ২ নম্বর এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ৩ নম্বর আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
ছাত্র-জনতার আন্দোলন দমন করার দায়ে এরইমধ্যে কিশোরগঞ্জে প্রায় ৫০টি মামলা হয়েছে। তবে এটিই প্রথমবার, যখন কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতির নাম উল্লেখ করা হলো।