দেশে এখন
0

তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের আগুন

এক শ্রমিকের মৃত্যু

তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে নরসিংদীর পলাশ থানাধীন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আগুন। আজ (শুক্রবার, ৩০ আগস্ট) রাত ৮টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বিকেল ৫টায় কারখানায় আগুন লাগে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেলে প্লাস্টিক তৈরির কারখানার ওয়ানটাইম প্লেট তৈরির ভবনে আগুন লাগে। কালো ধোয়ায় ছেয়ে যায় পুরো কারখানা। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের ২ টি সহ মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সেইসাথে কাজে যোগ দেয় কারখানার নিজস্ব দমকল বাহিনী। প্রায় ৩ ঘণ্টা পর রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যে পুড়ে যায় ভেতরে কাচামাল ও তৈরিকৃত পণ্য। ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুনের ঘটনায় আজহারুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

নিহত আজহারুল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জয়নগর বাজার এলাকার মৃত আনোয়ার আলীর সন্তান। তিনি ৩ বছরের বেশি সময় ধরে এখানে কর্মরত ছিলেন।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছেনা। আগুন ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে কি ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।

tech