দেশে এখন
0

মুন্সীগঞ্জে শেখ হাসিনা-কাদেরসহ ৬১৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৬১৩ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) হারুনুর রশিদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ (শুক্রবার, ৩০আগস্ট) মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বরে গুলিতে নিহত ডিপজল সরদারের নানী শেফালী বেগম বাদী মামলা দায়ের করেন।

মামলায় মুন্সীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফরর হমান, সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছউজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।

মামলায় ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পদত্যাগের একদফা দাবিতে সুপার মার্কেট চত্বরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সে সময় মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ডিপজলকে গুলি করা হয়।

এছাড়াও ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা । মামলার অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

এক পর্যায়ে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে করতে সেই স্থান ত্যাগ করে।—বাসস

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর
দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন মিয়া গোলাম পরওয়ার

১১৬৪ কোটি টাকা ক্ষতির মামলায় কারাগারে বিমানের পাঁচ কর্মকর্তা

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা

গোটা দুনিয়া দেখবে গণহত্যার বিচার স্বচ্ছ হয়েছে: চিফ প্রসিকিউটর
গোটা দুনিয়া দেখবে গণহত্যার বিচার স্বচ্ছ হয়েছে: চিফ প্রসিকিউটর

মিল্লাত বিহারী ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৬
মিল্লাত বিহারী ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৬

হাতকড়া না পরানোর অনুরোধ শাজাহান খানের

রাষ্ট্রপক্ষের বিরোধীতা

সাবেক প্রতিমন্ত্রী পলকের ৭ দিনের রিমান্ড, কারাগারে ইনু ও মেনন

‘সাংবাদিকদের নামে ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল হবে’

আহত শিক্ষার্থীর চিকিৎসায় ব্যাংককের টিকেট দিল বিমান

নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা সেই তরুণের বেঁচে ফেরার গল্প

ব্যবসায়ী হত্যা মামলায় আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড