ছাত্রদল কর্মী হত্যা মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হত্যা হওয়া ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ
হত্যা হওয়া ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ | ছবি: সংগৃহীত
0

২০১১ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার ১২ আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ২০১১ সালের ১৯ অক্টোবর মারধর করে আবিদকে বাসায় পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় আবিদের মামা ২২ জনের বিরুদ্ধে মামলা করেন, যাদের সবাই ছাত্রলীগ নেতাকর্মী। পরে এজাহার থেকে ১০ জনকে অব্যাহতি দেয়া হয়।

২০১৯ সালে ১২ আসামিকে খালাস দিয়ে রায় দেয় আদালত। চার বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করেন আবিদের মামা। মামলার বাদী নেয়ামত উল্লাহ।

আবেদনের উপর শুনানি করে ১২ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।

এসএইচ