বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ২০১১ সালের ১৯ অক্টোবর মারধর করে আবিদকে বাসায় পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় আবিদের মামা ২২ জনের বিরুদ্ধে মামলা করেন, যাদের সবাই ছাত্রলীগ নেতাকর্মী। পরে এজাহার থেকে ১০ জনকে অব্যাহতি দেয়া হয়।
২০১৯ সালে ১২ আসামিকে খালাস দিয়ে রায় দেয় আদালত। চার বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করেন আবিদের মামা। মামলার বাদী নেয়ামত উল্লাহ।
আবেদনের উপর শুনানি করে ১২ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।