চিঠিতে বলা হয়, ভেঙে দেওয়া সংসদের সদস্য সাকিব আল হাসান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অপরাধ লব্ধ আয়’ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে ‘মানিলন্ডারিং’ এর অভিযোগ এনে অনুসন্ধান, তদন্ত ও মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।
আইনজীবী মিলহানুর রহমান বলেন, 'সাকিব আল হাসান অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত। তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত মর্মে সুনির্দিষ্ট অভিযোগ আছে।'
তিনি বলেন, 'সাকিব নিজে দুর্নীতির করেই ক্ষান্ত নয়, সে তার পরিবারের সদস্যদের নামে ও বেনামে বহু প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি করেছেন। তাকেও আইনের আওতায় আনতে হবে।'
সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ দলের হয়ে সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। গত ৫ আগস্ট সরকার পতনের দিন ঢাকার আদাবরে গুলিবিদ্ধ হয়ে দুই দিন পর এক পোশাক কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন সাকিব।