দেশে এখন
0

ইসি সচিবালয়ে দুদকের অভিযানে দুই দালাল আটক

নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুস লেনদেন করার অভিযোগের প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ ছদ্মবেশে সেবা গ্রহীতা সেজে তথ্য সংগ্রহ করে। টিমের সদস্যগণ নির্বাচন কমিশন অফিসের আশেপাশের কম্পিউটার দোকানদার এবং ভ্রাম্যমাণ দালাল চক্র অর্থের বিনিময়ে কাজ করিয়ে দেওয়ার বিষয়ে সত্যতা পায়।

এসময় দুইজন দালালকে হাতেনাতে ধরা হয় এবং উক্ত অফিসের দুইজন কর্মচারী জড়িত থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশন হতে একটি তদন্ত করা হয়েছে। তদন্তে কমিশন ও প্রকল্পের কয়েকজন কর্মচারীর জড়িত থাকার বিষয়টির সত্যতা পাওয়া যায়। দুদকের এনফোর্সমেন্টে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম পরিদর্শন প্রতিবেদন কমিশনে দাখিল করবে।

এএম