দেশে এখন
0

বিরামপুর সীমান্তে সাড়ে ২৩ কোটি টাকার সাপের বিষ জব্দ

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বিজিবি। বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে উপজেলার সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস হতে আনুমানিক ১০ গজ ভিতরে সাপের বিষ ভর্তি ২টি কাঁচের জার জব্দ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ।

তিনি বলেন, ‘বুধবার রাত আনুমানিক ৩টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীনস্থ দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামান অভিযান পরিচালনা করেন। এসময় ভারতে অবৈধভাবে পাচারের সময় এসব সাপের বিষ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার।’

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির এই কর্মকর্তা নিশ্চিত করেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর