দেশে এখন
0

রাজধানীতে রিকশাচালকদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ

রাজধানীর শাহবাগ, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় ৭ দফা দাবিতে প্যাডেলচালিত রিকশাচালকরা বিক্ষোভ করেছেন। আজ (সোমবার, ২৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকেরা।

দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে দেন। ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকশাচালকেরা বিক্ষোভ করেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে দেখা যায়। গত ১৫ মে সাবেক শেখ হাসিনা সরকারের সময় তৎকালীন সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়।

এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। পরে ২০ মে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর